পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়াতে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন। মহান শহীদ বুদ্ধিজীবী স্মরণে নিরবতা পালন, আলোচনা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়। ১৪ ডিসেম্বর সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল ৯:০০ টায় একটি র্যালি উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর নেতৃত্বে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পার্ঘ অপর্ণ করেন। র্যালি শেষে শহীদ মিনার চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য মহোদয় বলেন ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে মহান বিজয়ের মাত্র দু’দিন আগে জাতি কে মেধাহীন করে দেয়ার যে চক্রান্ত করা হয়েছিল তা সফল হয়নি। আমরা অদ্যাবধি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রেখেছি। এ সময় শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। র্যালিতে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) আবু জাহিদ মোঃ জগলুল পাশা, উপ-পরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টাসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
- December 14, 2024
- PUB